বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাদারীপুরে ২ ছাত্রী ধর্ষণের পর হত্যা ঘটনায় ১৫ মাস পর আদালতে চার্জশীট দাখিল মূল ৩ আসামীকে চার্জশীট থেকে বাদ দেয়ার অভিযোগ

| প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ও হ্যাপীকে অপহরণ করে ধর্ষণ শেষে বিষ খাইয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত হত্যা মামলার মূল ৩ আসামীকে বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেছে সিআইডি পুলিশ। ঘটনার ১ বছর ৩ মাস পর গত ৭ নভেম্বর আসামীপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে সিআইডি পুলিশ আদালতে দাখিলকৃত চার্জশীটে মূল আসামী শিপন সিকদার (১৯), রফিকুল ইসলাম ওরফে সজিব (২০) ও সালু ওরফে সালমা বেগম (৩৫) কে বাদ দিয়ে ৭ জনকে চার্জশীটে আত্মহত্যার প্ররোচনার দায় অভিযুক্ত করেছে বলে নিহত স্কুল ছাত্রীদ্বয়ের পরিবারের অভিযোগ। গত শনিবার দুপুর ২টায় মাদারীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে নিহত স্কুলছাত্রীদ্বয়ের পরিবার।
সংবাদ সম্মেলনে নিহত সুমাইয়ার বাবা বেল্লাল সিকদার ও নিহত হ্যাপীর মাতা মুক্তা বেগম বলেন, হ্যাপী ও সুমাইয়াকে ধর্ষণ শেষে বিষ প্রয়োগ করে হত্যার পর চার্জশীট হতে বাদ পড়া ওই ৩ জন আসামী অপরাধের দায় হতে রক্ষার পাবার জন্য কৌশলে হ্যাপী ও সুমাইয়াকে সদর হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় জনতা তাদের আটক করে। অথচ সিআইডি পুলিশ এসব তথ্য পাওয়ার পরও ওই ৩ জনকে চার্জশীট থেকে বাদ দিয়েছে। আসামী পক্ষ তাদেরকে ১০ লাখ টাকার বিনিময়ে মীমাংসার প্রস্তাব দিলে রাজী না হওয়ায় সিআইডি পুলিশকে ম্যানেজ করায় মামলার মূল ৩ জন আসামীকে বাদ দেয়া হয়েছে। তারা ওই বিতর্কিত চার্জশীটের বিরুদ্ধে আদালতে নারাজীর আবেদন দাখিল করবেন বলে জানান। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি বিভাগের পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বলেন, মামলার তদন্তে ও প্রাপ্ত ভিসেরা রিপোর্ট অনুযায়ী আত্মহত্যার প্ররোচনার সাক্ষ্য প্রমাণ পাওয়ায় দঃবিঃ ৩০৬ ধারায় চার্জশীট দাখিল করেছি। বাদীপক্ষ এতে সন্তুষ্ট না হলে আইন অনুযায়ী নারাজীর আবেদন আদালতে দাখিল করতে পারেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন