শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বছরের প্রথম দিনেই ন্যান্সির নতুন অ্যালবাম

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: বছরের প্রথম দিনেই নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী ন্যান্সি। ১ জানুয়ারি আসছে তার নতুন অ্যালবাম ‘মিলন ফিচারিং ন্যান্সি’। অ্যালবামের সবকটি গানের সুর করেছেন মোহাম্মদ মিলন। গানগুলো লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীত আয়োজন করেছেন এম এম পি রনি ও রেজোয়ান শেখ। শুধু এই অ্যালবামই নয়। চমক আছে আরও। বছরের শুরুতেই আরও একটি গান প্রকাশিত হবে তার। এরই মধ্যে তপন চৌধুরীর সঙ্গে একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘সুখ দিলেও অল্প দিয়ো, দুঃখ দিলেও অল্প’ এমনই কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর করেছেন সুবীর নন্দী। ৭ জানুয়ারি প্রকাশিত হবে গানটি। ন্যান্সি বলেন, অ্যালবামের গানগুলো এই সময়ের শ্রোতাদের কথা ভেবেই তৈরি করা হয়েছে। একটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে ইমরান। এই গানটির দুটি ভার্সন করা হয়েছে। বছরের শুনটিা নতুন অ্যালবাম প্রকাশের মাধ্যমে হচ্ছে, ব্যাপারটা ভালোই। আর তপনদার সঙ্গে গাওয়া গানটিও অনেক সুন্দর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন