চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি এবং একটি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামের মোটর সাইকেলসহ তিন জন মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।পাশাপাশি গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামিকেও আটক করা হয়।
২ ফেব্রুআরি (বৃস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে মোটর সাইকেল চোরাই চক্রের তিন জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।পাশাপাশি চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখে অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয় এবং সদরের মাষ্টার হাট হতে একজন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোটরসাইকেল চোরাই চক্রের সদস্যরা হলো,আমিরাবাদ ইউনিয়নের কামাল উদ্দিনের পুত্র আসিফুল ইসলাম (২২),ইউনিয়নের রাজঘাটা,হাজার বিঘা এলাকার মোহাম্মদ সাহাব উদ্দিনের পুত্র মোহাম্মদ বেলাল উদ্দিন(২৪),ইউনিয়নের জুনাবির পাড়ার মোহাম্মদ ইসমাইলের পুত্র মোহাম্মদ মিজান(২৪)।পাশাপাশি গ্রেফতারকৃত মাদক কারবারি উখিয়া থানার রোহিঙ্গা ক্যাম্প-১২,ব্লক-৫ এর মৃত মোঃ আমিনের পুত্র মোঃ নুর আলম(৪১)।গ্রেফতারি পরোয়ানাভক্ত আসামি লোহাগাড়া সদরের মাষ্টার হাট,খুলু হাজীর বাড়ির মাহমদ হোসেনের পুত্র মোঃ আলমগীর।
উক্ত অভিযানগুলো পরিচালনা করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান,এসআই নুরুন নবী, এসআই শরিফুল ইসলাম,এসআই মো: মাহফুজুর রহমান,এসআই যুযুৎসু যশ চাকমা,এএসআই মোঃ আলমগীরসহ সঙ্গীয় ফোর্স।
ওসি আতিকুর রহমান জানান,গ্রেফতারকৃত পাঁচ আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন