শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভারতে পাচারকালে সাতক্ষীরা সীমান্তে ১৮টি স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২২ পিএম

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বারসহ পাচু সরকার (৫২) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বলদঘাটা নামকস্থান থেকে এসব স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটক পাচু সরকার বলদঘাটা গ্রামের দূর্গা চরণ সরকারের ছেলে।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপি’র একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামকস্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১টি প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ১৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। আটক স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার ৪৯২ টাকা।

তিনি আরও জানান, আটক পাচু সরকারকে সাতক্ষীরা সদর থানায় সোর্পদ এবং স্বর্ণেরবারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন