চলমান শর্ট ভার্সন ক্রিকেটের জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামছে আগামী বৃহস্পতিবার। এদিন ম্যাচ শুরুর আগে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অনুষ্ঠানে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড দল নগরবাউল এবং ওয়ারফেজ। যেখানে গান গেয়ে অনুষ্ঠান মাতাবেন জেমস। সোমবার এ তথ্য নিশ্চিত করেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি বিপিএলের সমাপণী অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করার জন্য। দর্শক মাতাতে এই অনুষ্ঠানে গান গাওয়ার জন্য জেমস,ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার চেষ্টা করছি। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগও হয়েছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন বিপিএলের সমাপণী অনুষ্ঠানে।’ দেশের বাইরের কেউ থাকছেন কিনা অনুষ্ঠানে? এমন প্রশ্নে সুজনের উত্তর,‘এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্পেশালি বর্তমান সার্বিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যারা জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটাই।’
তিনি আরও জানান, ব্যান্ড সঙ্গিত ছাড়াও বিপিএলের সমাপণী অনুষ্ঠানে আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে জানিয়ে সুজন বলেন,‘আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৩ টা থেকে। ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন