মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চা নিয়ে থিম সংয়ে জনপ্রিয় ৯ সঙ্গীতশিল্পী

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো বাংলাদেশ টি বোর্ড-এর আয়োজনে ঢাকায় হতে যাচ্ছে ‘বাংলাদেশ টিএক্সপো-২০১৭’। এর জন্য থিম সং গাইলেন দেশের খ্যাতনামা ৯ জন সঙ্গীতশিল্পী। তারা হলেনÑ পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, পারভেজ, কনা, সালমা, এলিটা করিম, ডি রকস্টার শুভ, লিংকন (আর্টসেল)। গানটি লিখেছেন রাশিদ খান, সুর করেছেন রিয়াদ হাসান এবং কম্পোজিশন করেছেন পার্থ বড়ুয়া। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি এই উৎসব পালন করা হবে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ক্রিয়েটো। এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশিদ খান জানান, প্রথমবারের মতো এমন একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে। আমি খুবই উচ্ছ¡সিত। প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের চা শিল্পকে প্রদর্শিত করার একটি মাধ্যম হিসেবে গড়ে তোলা এবং দেশ-বিদেশে চা প্রেমীদের কাছে এই শিল্পকে তুলে ধরা। গানটি সকলে পছন্দ করবেন বলে আশা প্রকাশ করছি। ইতোমধ্যেই ফেসবুকে ও ইউটিউবে এ গানটির প্রচার শুরু হয়েছে। ক্রিয়েটোর প্রদর্শনীতে চা বিষয়ক সেমিনার, ওয়ার্কশপের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা গান পরিবেশন করবেন। পাশাপাশি বান্দরবান, দিনাজপুর ও পঞ্চগড়ের সংস্কৃতি চা উৎসবে চা বাগানের মানুষেরা তুলে ধরবেন। পার্থ বড়–য়া বলেন, এ ধরনের গান হয়তো আগে শ্রোতারা শুনতে পায়নি। চা নিয়ে ভিন্ন এক স্বাদের গান শ্রোতারা উপভোগ করবেন। ‘বাংলাদেশ টি এক্সপো ২০১৭’-এর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ প্রদর্শনীতে দর্শনার্থীরা অনলাইনে ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে এসব পরিবেশনা উপভোগ করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন