বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চলে গেলেন ইমতিয়াজ

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিজের ৮৯তম জন্মদিনের ঠিক ৫ দিন আগে পৃথীবির মায়া ছেড়ে চলে গেলেন সাবেক পাকিস্তানি উইকেটকিপার-ব্যাটসম্যান ইমতিয়াজ আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাহোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পাকিস্তানের সবচেয়ে বয়স্ক এই টেস্ট ক্রিকেটার দীর্ঘদিন বক্ষ ব্যাধিতে ভুগছিলেন। ভারতের বিপক্ষে আব্দুল হাফিজ কাদেরের পাকিস্তানের অভিষেক টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইমতিয়াজ। ক্যারিয়ারের প্রথম তিন টেস্ট তিনি খেলেছিলেন ব্যাটসম্যান হিসেবে। চেন্নাইয়ে চতুর্থ টেস্টে তার হাতে ওঠে কিপিং গøাভস। যে দায়িত্ব তিনি পালন করেন ১৯৬২ সালে ওভালে ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত। ১৯৫২ থেকে ১৯৬২ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৪১টি টেস্ট খেলেছেন ইমতিয়াজ। ক্যারিয়ারের শেষদিকে চার টেস্টে দলকে নেতৃত্বও দেন তিনি। তবে খেলোয়াড় হিসেবে তার ক্যারিয়ার যে খুব সমৃদ্ধ ছিল তা নয়। এ সময় ২৯ গড়ে ২ হাজার ৭৯ রানের পাশাপাশি ৯৩টি ডিসমিজাল করেন তিনি। ক্যারিয়ারে সেরা ইনিংসটি তিনি খেলেছিলেন ১৯৬০ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সেই টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে এসেছিল ২০৯ রান।
খেলোয়াড়ি জীবন শেষে দীর্ঘ ১৩ বছর ইমতিয়াজ ছিলেন নির্বাচক কমিটির সদস্য। এর মধ্যে ১৯৭৬ থেকে ১৯৭৮ পর্যন্ত নির্বাচক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তান নারী ক্রিকেট দলের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করার আগে প্রায় এক দশক অনূর্ধ্ব-১৯ দলকে কোচিংও করিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন