স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির (জাফর) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার বিকাল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর টি. আই. এম. ফজলে রাব্বি চৌধুরী।
গতকাল রোববার বিকালে গোলাম মোস্তফার স্বাক্ষরিত গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনকিলাবকে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে দলীয় বক্তব্য ও কর্মসূচি উপস্থাপন করবেন পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার। এছাড়া আরও বক্তব্য রাখবেন পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন