রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

মীরসরাইয়ে হচ্ছে বেপজা অর্থনৈতিক অঞ্চল

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ ইপিজেড কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় ১১৫০ একর জমির উপর অর্থনৈতিক অঞ্চল স্থাপন করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী এবং বেপজা গভর্নর বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা সম্প্রতি ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের বিষয়টি অনুমোদন করেছেন। শীঘ্রই বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু হবে। বর্তমানে বেপজার অধীন আটটি ইপিজেডে ৩৮টি দেশের বিনিয়োগকারীগণ ৪,১৩৮.৮৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে চাহিদা থাকা সত্তে¡ও ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের ইপিজেডসমুহে প্লট স্বল্পতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বিগত কয়েক বছর জমি বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছিলনা। এমতাবস্থায়, চট্টগ্রামের নিকটবর্তী মীরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল চালু হলে আগত বিনিয়োগকারীগণকে চাহিদা অনুযায়ী প্লট দেওয়া সম্ভব হবে। এছাড়া ইপিজেড স্থাপনে বেপজার বিশেষ দক্ষতা, পরিচালন অভিজ্ঞতা এবং পেশাগত জ্ঞান বেপজা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজকে ত্বরান্বিত করবে। দেশে বিনিয়োগ আকৃষ্টকরণের মাধ্যমে রপ্তানী বৃদ্ধি, রপ্তানীর বৈচিত্রায়ন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেপজা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত অর্থ বছরে ইপিজেডসমুহে বিনিয়োগ এসেছে ৪০৪.৩৬ মিলিয়ন মার্কিন ডলার এবং রপ্তানী হয়েছে ৬৬৭৬.৩২ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য। বিগত কয়েক বছর দেশের মোট বৈদেশিক বিনিয়োগ এবং জাতীয় রপ্তানীতে বেপজার অবদান প্রায় ২০%। বর্তমানে ইপিজেডসমূহে চালু ৪৬২টি শিল্প প্রতিষ্ঠানে প্রায় ৪,৬৩,০০০ বাংলাদেশি নাগরিক কর্মরত রয়েছে যার ৬৪ শতাংশই নারী। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের আর্থ-সামজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে বেপজা অসামান্য ভূমিকা রাখছে। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন