বিনোদন ডেস্ক : আমি নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই। মনের মতো গল্প আর চরিত্র পাই না বলে করা হয় না। অফার আসলেও ফিরিয়ে দিতে হয়। তাই দর্শকরা আমাকে নতুন সিনেমায় দেখতে পান না। কথাগুলো বললেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। পপি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের বাইরে রয়েছেন। তবে নাটক-বিজ্ঞাপনেও তার উপস্থিতি চোখে পড়ে। সর্বশেষ ২ সেপ্টেম্বর তার পৌষ মাসের পিরীতি সিনেমাটি মুক্তি পায়। আগামীতে পপি অভিনীত সোনা বন্ধু সিনেমাটি মুক্তির কথা রয়েছে। পপি বলেন, আমি নারীপ্রধান সিনেমায় অভিনয় করতে চাই। যেমনটা শাবানা আপা করেছেন। এ ধরনের গল্পের সিনেমা এখন আর হয় না বললেই চলে। একইসঙ্গে ভালো পরিচালক ও ভালো বাজেট থাকতে হবে। গত সপ্তাহে পপির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা করেছেন দ্য আমেরিকান ড্রিম’র পরিচালক জসীম উদ্দিন। এ প্রসঙ্গে পপি কোনো কথা বলতে চাননি। তবে বুঝিয়েছেন, মামলা হলেও অভিযোগটি সত্য নয়। এটি তার জন্য মানহানিকর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন