বিনোদন ডেস্ক : পুরনো ঢাকার ঐতিহ্যবাহী খাবার বাকরখানির ওপর ডকুমেন্টারি বানাতে বিদেশ থেকে বাংলাদেশে আসেন প্রবাসী ফারিয়া। কাজ করতে গিয়ে পরিচয় হয় চারুকলা বিভাগের ছাত্র ও শৌখিন ফটোগ্রাফার শব্দ আহমেদের সঙ্গে। ফারিয়ার ডকুমেন্টারির কাজে সাহায্য করতে গিয়ে শব্দ আহমেদ একের পর এক অদ্ভুত ঘটনা ঘটাতে থাকেন। এর ফাঁকে চলতে থাকে বাকরখানি নামকরণের পেছনের গল্প। একদিকে শব্দ আহমেদের পাগলামি অন্যদিকে ফারিয়ার মুগ্ধতা। ডকুমেন্টারির কাজ শেষ হয়ে যায়। ততদিনে প্রেমভাব জেগে ওঠে শব্দ আর ফারিয়ার। এভাবেই এগিয়ে গেছে ইফফাত জাহানের গল্প ভাবনা আর জীবন শাহাদাতের পরিচালনায় ‘বাকরখানি প্রেম’ নাটকের গল্প। নাটকে শব্দ আহমেদের চরিত্রে ইরফান সাজ্জাদ ও ফারিয়ার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। এছাড়া এ নাটকে আরো অভিনয় করেছেন কচি খন্দকার, গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন প্রমুখ। ফিডব্যাক মিডিয়া প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক মেহেদী হাসান বাবু। খুব শীঘ্রই নাটকটি যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এই নাটকের মাধ্যমে দীর্ঘ প্রায় এক বছর পর অভিনয়ে ফিরলেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। এ প্রসঙ্গে তিনি বলেন- ‘পড়াশোনা আর অভিমানের কারণে কাজ ছেড়ে দিয়েছিলাম। সবার অনুরোধে আবার অভিনয়ে ফিরলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন