চলচ্চিত্র অভিনেতা এবং নির্মাতা অচিরেই লাইফ ওকে চ্যানেলের ‘মে আই কাম ইন, ম্যাডাম?’ নামের সিটকমটির অংশ হবেন। তিনি জানিয়েছেন টিভি অনুষ্ঠানে অংশ নেয়া তার জন্য সব সময়ই উপভোগ্য।
সতীশ এর আগে স্টার প্লাসের ‘সুমিত সাম্ভাল লেগা’ নামের অন্য একটি সিটকমে অভিনয় করেছিলেন। ‘মে আই কাম ইন, ম্যাডাম?’-এ তিনি সাজান আগারওয়ালের ভূমিকায় অভিনয় করবেন।
“টিভি অনুষ্ঠানে অংশ নেয়া আমার জন্য সব সময়ই উপভোগ্য। এতে অভিনেতা হিসেবে আমি নিজেকে এগিয়ে নিতে পারি। ‘মে আই কাম ইন, ম্যাডাম?’ শোয়ের অংশ হতে পেরে আনন্দ পেয়েছি কারণ এটি আমি নিজেও খুব উপভোগ করি,” সতীশ বলেন।
বিনোদন দুনিয়া ছাড়া সতীশ কৌশিক ক্যালেন্ডার’স কিচেন নামে একটি হেল্থ ফুড রেস্তরাঁর সঙ্গে সংশ্লিষ্ট; ক্যালেন্ডার ১৯৮৪’ ‘মি. ইন্ডিয়া’ ফিল্মে তার চরিত্রের নাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন