বিনোদন ডেস্ক: সম্প্রতি আঁখি আলমগীর আলাউদ্দিন আলীর সুরে শহীদুল্লাহ ফরায়েজীর কথায় একটি গানে কণ্ঠ দিয়েছেন। প্রায় ২০ বছর পর আলাউদ্দিন আলীর সুরে গান গেয়েছেন আঁখি। আগামী বৈশাখে গানটি প্রকাশিত হবে। ২০ বছর আগে আলাউদ্দিন আলীর সুরে আগুনের সঙ্গে ছটকু আহমেদ পরিচালিত ‘সত্যের মৃত্যু নেই’ চলচ্চিত্রে গান গেয়েছিলেন। এদিকে আঁখি আলমগীর তার ১৯তম একক অ্যালবামের কাজও এগিয়ে নিচ্ছেন। এরইমধ্যে কবির বকুলের লেখা এবং শওকত আলী ইমনের সুরে ‘ফাল্গুনে কৃষ্ণচূড়া’ গানের কাজ শেষ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন