যশোর ব্যুরো : ৫ জানুয়ারির কর্মসূচি ঘিরে যশোরে বিএনপির নেতাকর্মীদের নামে চারটি মামলা দেওয়া হয়েছে। এই মামলাকে ‘কাল্পনিক’ বলে অভিযোগ করেছেন জেলা নেতৃবৃন্দ। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করার পাশাপাশি নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সংবাদ সম্মেলনে বলেন, ‘৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনে মিছিল ও সভা করার জন্য পুলিশের অনুমতি চাওয়া হয়। এরপর ৫ জানুয়ারির আগে-পরে পুলিশ কাল্পনিক ঘটনার বর্ণনা দিয়ে চারটি মামলা করেছে। এতে নগর বিএনপির সভাপতি সাবেক পৌরসভার মেয়র মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের সভাপতি এহসানুল হক মুন্না, নগর যুবদলের সাধারণ সম্পাদক বদিউজ্জামান ধনী, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমির ফয়সালসহ দলের প্রায় ৮০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সহ-সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যুগ্ম-সম্পাদক আবদুস সালাম আজাদ, সদর উপজেলা কমিটির সভাপতি নুর-উন-নব্বী, সাধারণ সম্পাদক কাজী আজম প্রমুখ।
তবে বিএনপির এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুঠোফোনে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন