রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নৃত্যসংগঠন স্পন্দন-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : দেশের ঐতিহ্যবাহী নৃত্যসংগঠন ‘স্পন্দন’ এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৮ জানুয়ারি বিকাল ৪টায় নৃত্যসংগঠন ‘স্পন্দন’-এর আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দছ, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং সভাপতিত্ব করেন স্পন্দনের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহমান সিন্হা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা, উদ্বোধনী নৃত্য, একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরুমাতা রাহিজা খানম ঝুনু-কে সম্মাননা প্রদান, আলোচনা এবং বিশেষ আকর্ষণ : মাহমুদ সেলিমের গ্রন্থনায় এবং সংগঠনের প্রতিষ্ঠাতা অনিক বোস এর নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় নৃত্যনাট্য ‘জন্মেছি এই দেশে’ পরিবেশন করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন