বিনোদন ডেস্ক : অসুস্থ অবস্থায়ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বিশিষ্ট সুরকার, সঙ্গীতপরিচালক ও গায়ক লাকী আখন্দ। এ অবস্থায় তিনি গানেরও সুর করছেন। সম্প্রতি তিনি সাবিনা ইয়াসমিনের জন্য নতুন একটি গান সুর করেছেন। শিঘ্রই গানটি রেকর্ড হবে। এদিকে গত ১০ জানুয়ারি সন্ধ্যায় প্রবাসী শিল্পী তানভীর শাহীনের গানের ফেরিওয়ালা অ্যালবামের মোড়ক উন্মোচন করেন লাকী আখন্দ। উল্লেখ্য, শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দ দুই বছর ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছেন। তার চিকিৎসায় এগিয়ে এসেছেন ভক্ত-অনুসারী ও সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন