মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

সিজেএফবি’র নয়া কমিটি

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের প্রধান জাতীয় দৈনিক, পাক্ষিক, ইলেক্ট্রনিক মিডিয়া এবং অনলাইন নিউজ পোর্টাল-এর বিনোদন সম্পাদকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি’র নয়া কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে সকল সদস্যর সম্মতিক্রমে দৈনিক নয়া দিগন্তর বিনোদন বিভাগীয় প্রধান তামিম হাসানকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের ফিচার সম্পাদক খালেদ আহমেদকে সাধারণ সম্পাদক করে ২০১৭-২০১৯ দুই বছর মেয়াদী ২৯ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন এনাম সরকার (সিনিয়র রিপোর্টার-দৈনিক ইনকিলাব), অনুরূপ আইচ (সম্পাদক-নিউজ জি ২৪ ডট কম), এম এস রানা (প্রোগ্রাম গবেষক-এইচডি টিভি প্রোজেক্ট)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম অপু (স্টাফ রিপোর্টার-দৈনিক প্রথম আলো), রাশেদুল মজিদ মামুন (এম ডাবিøউ বাংলাদেশ), জনি হক (বিশেষ সংবাদদাতা-বাংলা নিউজ ২৪ ডট কম), মঈনুল হক রোজ (সম্পাদক-বিনোদন ২৪ ডট কম), দ্বীন ইসলাম (বিশেষ সংবাদদাতা-দৈনিক মানবজমিন)। সাংগঠনিক সম্পাদক-রাসেল আজাদ বিদ্যুৎ (সাব এডিটর-দৈনিক সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক-জাহিদ শাওন (নির্বাহী সম্পাদক-আনন্দ লহরী), দপ্তর সম্পাদক-এমদাদুল হক মিলটন (বিনোদন ইনচার্য-দৈনিক সকালের খবর), সাহিত্য সম্পাদক-এস এম মুন্না (স্টাফ রিপোর্টার-দৈনিক সমকাল), সাংস্কৃতিক সম্পাদক-নিপু বড়ুয়া (সেকশন এডিটর-পূর্ব পশ্চিম.কম), ক্রীড়া সম্পাদক-দীপংকর দীপক, (বিভাগীয় প্রধান-দৈনিক যায়য়ায়দিন), অর্থ সম্পাদক-আলমগীর কবির (সাব এডিটর-দৈনিক নয়া দিগন্ত), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-মেহনাজ পারভীন (সিনিয়র নিউজরুম এডিটর-এটিএন নিউজ)। নির্বাহী সদস্য-নাসির আহমেদ (বাংলাদেশ টেলিভিশন), কামরুজ্জামান মাসুম (এটিএন বাংলা), রাজীব আহমেদ (চ্যানেল আই), মুজাহিদ সামিউল্লাহ (দৈনিক মানবজমিন), মাহবুব হাসান জ্যোতি (নাগরিক টিভি), শেখ আরিফ বুলবন (দি ডেইলি নিউ নেশন), এনামুল হক (একুশে টেলিভিশন), নাহিদ হোসেন (চ্যানেল টোয়েন্টি ফোর), আলী আফতাব (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), তানজিল আহমেদ জনি (বিডি নিউজ২৪.কম), এন আই বুলবুল (দৈনিক যায়যায়দিন)। উল্লেখ্য ১৯৯৯ সালে গঠিত হয় কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন