বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা পপি। তিনি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। জাভেদ জাহিদ নির্মিতব্য রাজ পথে নামে একটি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে ফিরছেন। এতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকবে জায়েদ খান। ফেব্রæয়ারি মাস থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে। জায়েদ খান বলেন, রাজ পথে সিনেমাটি নির্মিত হবে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। এ ধরনের গল্প ও চরিত্রে প্রথমবার অভিনয় করতে যাচ্ছি। আর পপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও এর আগে জুটি বেঁধে অভিনয় করা হয়নি। এবার প্রথম আমরা একসঙ্গে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি নতুন জুটিকে দর্শক সাদরে গ্রহণ করবেন। এদিকে পপি সিনেমায় অনুপস্থিত থাকলেও প্রায় নিয়মিতই ছোট পর্দায় অভিনয় করে গেছেন। ঈদ ও অন্যান্য বিশেষ দিনে তার অভিনীত নাটক ও টেলিফিল্ম প্রচার হয়। তার অভিনীত মুক্তিপ্রতীক্ষিত মাত্র একটি সিনেমা রয়েছে। সিনেমাটির নাম সোনাবন্ধু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন