মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আসছে কাজী সোমার একক অ্যালবাম

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : কাজী সোমা নিয়মিত গান করছেন ২০০৭ সাল থেকে। ছোটবেলা থেকেই ক্ল্যাসিক্যাল ঘরানার সঙ্গীতের সাথে তার এগিয়ে চলা। ২০০৫ সাল থেকে ওস্তাদ সঞ্জীব দে’র কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন নিয়মিত। স্টেজ শো আর উচ্চাঙ্গ সঙ্গীতে নিজেকে ব্যস্ত রেখে নিজেকে একজন যথাযথ সঙ্গীতশিল্পীতে পরিণত করেছেন। বিগত প্রায় একযুগ ধরে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে নিয়মিত তালিম নিচ্ছেন। এখন একটি পূর্ণাঙ্গ অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছেন। এরইমধ্যে তিনটি গান নির্বাচন করেছেন। গান তিনটি লিখেছেন আহমেদ রিজভী। একটি গানের রেকর্ডিং-এর কাজ শেষ করেছেন। বাকি দুটির কাজ দ্রæত শেষ করবেন। গানগুলোর সুর সঙ্গীতায়োজন করছেন নাজির আহমেদ ও মাহমুদ জুয়েল। এছাড়া শওকত আলী ইমনও একটি গানের কাজ করবেন। পাশাপাশি আরো বেশ কয়েকজন গীতিকারের গীতিকবি নিয়েও নতুন গান করবেন। সবমিলিয়ে কাজী সোমা তার জীবনের প্রথম একক অ্যালবামটি বেশ যতœ নিয়েই শেষ করতে চাচ্ছেন। গান গাওয়া প্রসঙ্গে কাজী সোমা বলেন, ‘গান শুনে যেমন শান্তি পাই তেমনি গান গেয়েও শান্তি পাই। একজন সঙ্গীতশিল্পী হিসেবে পরিচয় দিতে সবসময়ই স্বাচ্ছন্দ্যবোধ করি।’ কাজী সোমার সবচেয়ে প্রিয় শিল্পী রুনা লায়লা। তারপর ভালো লাগে শাহনাজ রহমতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, সামিনা চৌধুরী, ডলি সায়ন্তনী, আলম আরা মিনু, আঁখি আলমগীরের গান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন