শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সরিষাবাড়ী উপজেলা সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিস্থ দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় (জেএফসিএল) যান্ত্রিক ত্রæটি দেখা দেখায় শনিবার থেকে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। জেএফসিএল সূত্র জানায়, কেপিআই-১ মানসম্পন্ন দৈনিক এক হাজার ৭০০ মে.টন ইউরিয়া উৎপাদনে সক্ষম যমুনা সার কারখানার ইউটিলিটি প্লান্টে লিকেজ ও অ্যামোনিয়া প্ল্যান্টের প্রাইমারি রি-ফর্মারের টিউবে শনিবার ত্রæটি দেখা দেয়। পরে ওইদিন সন্ধ্যা থেকে সাময়িকভাবে কারখানায় সার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। তবে ত্রæটি মেরামত শেষে কারখানায় পুনরায় সার উৎপাদন শুরু হতে ১৪-১৫ দিন সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক জ্যোতিষ চন্দ্র রায় জানান, ‘ত্রæটি মেরামত করতে কারখানার নিজস্ব দক্ষ প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন। এদিকে যমুনা সার কারখানার উৎপাদিত সার প্রতি বছর উত্তর বঙ্গসহ ১৬টি জেলার চাহিদা মিটিয়ে থাকে। দীর্ঘ প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকলে ওইসব জেলার চাষিরা চলতি ইরি-বোরো মৌসুমে সার সঙ্কটের আশঙ্কা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন