সামনে সানি লিওনি ‘বিগ বস’ হাউসে বেড়াতে আসবেন। এই আগমনের আরও একটি বিশেষ দিক হলো তিনি সালমান খান এবং শাহরুখ খানের সঙ্গে এই রিয়েলিটি শোতে নাচবেন। এটাই হলো এই পর্বের বিশেষ আকর্ষণ কারণ দুই খানকে দর্শকরা সচরাচর একসঙ্গে দেখে না।
এই অনুষ্ঠানে সানি নাচবেন এটি দর্শকদের কাছে খুবই প্রত্যাশিত। তবে তিনি কোন গানের সঙ্গে পারফর্ম করবেন তাই প্রশ্নের বিষয়। তাও জানিয়েছে কয়েকটি সূত্র। জানা গেছে তিনি ‘লায়লা ম্যায় লায়লা’ গানটির সঙ্গে নাচবেন। শাহরুখ অভিনীত আসন্ন ‘রইস’ চলচ্চিত্রের আইটেম গান এটি। জানা গেছে এই গানটিতে সানিকে সঙ্গ দেবেন সালমান আর শাহরুখ দুজনেই।
রিয়েলিটি শোটির প্রোমো থেকে এরই মধ্যে দর্শকরা আন্দাজ করতে পারছে তারা সেদিনের এই পর্বটিতে কী দেখবে। তারা দুই খানকে একসঙ্গে দেখতে পাবে।
উল্লেখ্য সানির সঙ্গে ‘বিগ বস’ রিয়েলিটি শোটির সম্পর্ক দীর্ঘদিনের। একসময় তিনি এতে অংশও নিয়েছিলেন। এবং এখান থেকেই তার জনপ্রিয়তার সূচনা। আর তার জন্যও এতে ফিরে আসা স্মৃতিচারণের মত।
বলাই বাহুল্য সালমান আর শাহরুখের পাশাপাশি উপস্থিতিই দর্শকদের বেশি টানবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন