বিনোদন ডেস্ক: চন্দ্রকলা থিয়েটার তাদের ২টি নাটক নিয়ে ১২তম আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করার জন্য ২২ জানুয়ারি ভারতের ইউপি যাচ্ছে। সেখানে তারা মহাত্মা গান্ধী মঞ্চে ২৬, ২৭ জানুয়ারি নাটক ২টি মঞ্চায়ন করবে। নাটকগুলো হলো-নতুন নাটক ‘স্বপ্নের তরী’ ও চন্দ্রকলা থিয়েটার এর হাসির নাটক ‘তন্ত্রমন্ত্র’। ২টি নাটকেরই রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার ও নির্দেশক এইচ আর অনিক। উল্লেখ্য ১০ম আন্তর্জাতিক নাট্যোৎসবে ৬টি দেশের মধ্যে বাংলাদেশের চন্দ্রকলা থিয়েটার ১ম স্থান অধিকার করে পাঞ্চাল অ্যাওয়ার্ড অর্জন করে। নাটকগুলোতে অভিনয় করেছেন-মাহমুদুল হাসান, মলি, আব্দুল মান্নান, এস এম অঙ্গন, জাহিদুল ইসলাম, আনিস, হাসান এবং এইচ আর অনিক। নাট্যকার ও নির্দেশক এইচ আর অনিক বলেন, এই নাট্যৎসবে অংশগ্রহণ করা একটি বড় ধরনের চ্যালেঞ্জ। কেননা সেখানে আরো ভালো ভালো নাটক মঞ্চায়ন করবে বিভিন্ন দেশের নাট্যদল। ফলে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজ করবে। ২টি নাটকেই একটু বৈচিত্র্য আনার চেষ্টা করেছি এবং নাকটগুলোতে আমাদের মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতির চিত্র তুলেধরা হয়েছে। আশাকরি সফল্যের সাথে বাংলাদেশকে তুলে ধরতে পারবো।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন