বিনোদন ডেস্ক : আট বছর পর আসছে ক্লোজআপ তারকা নিশিতার নতুন গানের ভিডিও। ভালোবাসা দিবসে দর্শক-শ্রোতারা গানটি দেখতে ও শুনতে পাবেন। নয়নের নয়ন বন্ধু নামের গানটির শুটিং ইতোমধ্যে সেন্ট মার্টিনে হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ। নিশিতা বলেন, বহুদিন নিজের উদ্যোগে গান করিনি। নতুন গানটি করার সময় ভাবলাম অডিওর পাশাপাশি ভিডিও হলে মন্দ হয় না। শ্রোতার কাছে গান এখন শুধু শোনার নয়, দেখারও বিষয়। সবকিছু ভেবে ভালো লাগার মতো একটি গানের ভিডিও নির্মাণ করেছি। গানের কথাও দরুণ। দর্শক শোনার ও দেখার পর বুঝতে পাবেন। উল্লেখ্য, মাঝে পড়াশোনার ব্যস্ততার কারণে গান প্রকাশে অনিয়মিত ছিলেন। ২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান : তোমাকে খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে গানের জগতে আসা নিশিতার একটিমাত্র একক গানের অ্যালবাম প্রকাশ হয়েছে। ‘আমায় নিয়ে চলো না’ নামের সেই অ্যালবামের দুটি গানের ভিডিওতে তাকে দেখা গেছে। এখন অডিও এবং প্লেব্যাকে ব্যস্ত সময় কাটছে তার।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন