শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এসএ টিভির আজীবন সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদার

| প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আজ এস এ টেলিভিশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। চ্যানেলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেয়া হয়েছে বর্ণাঢ্য বিভিন্ন আয়োজন। এ আয়োজনের মধ্যে রয়েছে সম্মাননা প্রদান। প্রতি বছরই চ্যানেলটি সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের আজীবন সম্মাননা দিয়ে থাকে। এ ধারাবাহিকতায় এবার আজীবন সম্মাননা পাচ্ছেন মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদার। শিল্প-সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য তাদের সম্মানিত করা হচ্ছে। আজ দুপুর ১২টায় গুলশানে এস এ টিভির মূল ভবনে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী আয়োজন থাকবে চ্যানেলটিতে। তারা আয়োজনগুলো সরাসরি সম্প্রচার করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন