বিনোদন ডেস্ক: মনপুরাখ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন সিনেমা স্বপ্নজালের শূটিং শেষ হয়েছে। গত ১৬ জানুয়ারি সিনেমাটির ক্যামেরা ক্লোজ হয়েছে। বিরতী দিয়ে প্রায় এক বছর ধরে সিনেমাটির নির্মাণ কাজ চলেছে। এতে অভিনয় করেছেন পরীমণি, নাবাগত ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, ওয়াহিদা মল্লিক জলি, শিল্পী সরকার অপু প্রমুখ। গত ৭ জানুয়ারি চাঁদপুরে এ সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়। গত বছরের ফেব্রæয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে একটি বাড়িতে একমাস শূটিংয়েল মাধ্যমে এর কাজ শুরু হয়েছিল। সিনেমাটির বেশিরভাগ কাজ সেখানেই হয়েছে। বাংলাদেশ থেকে বেঙ্গল ক্রিয়েশনস ও ভারত থেকে বেঙ্গল বারতা সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন