শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মাস শেষেই কবিতা কৌশিকের বিয়ে

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চমক দিতে পছন্দ করেন ‘এফআইআর’ সিরিজের ইনস্পেক্টর চন্দ্রমুখী চৌতালা চরিত্রের জন্য খ্যাত অভিনেত্রী কবিতা কৌশিক। আচমকাই তিনি জানিয়েছেন এই মাসের শেষেই তিনি বিয়ে করতে যাচ্ছেন।
এক এসএমএসের মাধ্যমে তিনি জানিয়েছেন ২৭ জানুয়ারি তিনি তার দীর্ঘদিনের বন্ধু রোন্নিত বিশ্বাসকে বিয়ে করতে যাচ্ছেন। বার্তায় তিনি লিখেছেন, “আমার ঘনিষ্ঠতম বন্ধু রোন্নিত বিশ্বাসকে আমি বিয়ে করতে যাচ্ছি। ২৭ জানুয়ারি থেকে মিসেস বিশ্বাস নামে আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। এটি তাৎক্ষণিক সিদ্ধান্ত মাত্র কয়েকদিন আগেই আমরা এই ব্যাপারটি চ‚ড়ান্ত করেছি। কেদারনাথের শিব-পার্বতী মন্দিরে সাধারণভাবে আমাদের বিয়ে হবে। কোনও কার্ড ছাপা হবে না, কোনও তাড়া নেই, কী করব কী করব না তার কোনও বালাই নেই আর কোনও নিমন্ত্রণও নেই। আমি জানি এই আবহাওয়াতে আমার পরিবারের সবাইকে নিয়ে হিমালয়ে যাওয়া সম্ভব নয়। সেখানে তুষার পড়ছে আর প্রায় সব রাস্তাই বন্ধ। সুতরাং আমরা মাত্র ১৫ জন সেখানে যাচ্ছি।”
কবিতার এক বন্ধু বলেছে, “রোন্নিত তার ঘনিষ্ঠতম বন্ধু, তার কঠিন সময়ে সে তাকে সঙ্গ দিয়েছে, বিশেষ করে গত জুলাইতে ক্যান্সারে তার বাবার মৃত্যুর সময়। তার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আছে।”

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন