শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

হুমায়ূন ফরীদিকে একুশে পদক দেয়ার দাবিতে গণস্বাক্ষর অভিযান

| প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রখ্যাত অভিনেতা মরহুম হুমায়ূন ফরীদিকে মরণোত্তর একুশের পদক দেয়ার দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে একটি ফেসবুকের একটি ইভেন্ট পেইজ। ‘ফরীদির জন্য একুশে পদক’ শিরোনামে এই ইভেন্টের মাধ্যমে গত ১৯ জানুয়ারি একদল তরুণ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্বাক্ষর অভিযান চালায়। ২৬ জানুয়ারি একইভাবে গণস্বাক্ষর সংগ্রহ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশে প্রাঙ্গণে। আয়োজকরা ফরীদি ভক্তদের আহŸান জানিয়েছেন এই স্বাক্ষর কার্যক্রমে অংশ নিতে। এর অন্যতম উদ্যোক্তা সিকদার লোটাস সবুজ বলেন, এটি আমাদের করার কথা নয়। কাজটি মূলত রাষ্ট্রের। অথচ এই বিষয়ে রাষ্ট্র কর্তাদের কোনও আগ্রহ আছে বলে মনে হচ্ছে না। যেটা আমাদের জন্য অনেক কষ্টের বিষয়। তিনি বলেন, ফরীদি ভাইকে নিয়ে এই কষ্টের কথা আমাদের আরেক কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদ স্যার ২০১১ সালেই বলে গেছেন। তিনি বলেছেন, এই মানুষটি কি অভিনয়কলায় একটি একুশে পদক পেতে পারেন না? এই সম্মান কি তার প্রাপ্য না? রাষ্ট্রের কাছে আমাদেরও একই প্রশ্ন। সেই উত্তরের খোঁজেই এবার আমরা গণস্বাক্ষর নিচ্ছি। একইসঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়েও যোগাযোগ করছি। উল্লেখ্য, ২০১২ সালের ১৩ ফেব্রæয়ারি প্রথিতযশা অভিনেতা হুমায়ূন ফরীদি মৃত্যুবরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mohd. Forid. ২৫ জানুয়ারি, ২০১৭, ২:০২ পিএম says : 0
Ekti shujuggo prostab .Nirdiday shobaikay mana uchith
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন