বিনোদন ডেস্ক : প্রকাশিত হয়েছে সঙ্গীতশিল্পী নয়নের ৭ম একক অ্যালবাম সিলসিলা। সম্প্রতি অ্যালবামটি প্রকাশ করে সিএমভি। অ্যালবামটিতে গান রয়েছে ৮টি। ডা. শামসুজ্জামান তুষারের কথায় ৫টি ও ফকির লালন সাঁইর ১টি গানসহ ৬টি গানের সুর করেছেন নাজির মাহমুদ। নয়ন বলেন, এখন পূর্ণাঙ্গ অ্যালবাম বের হয় না। যেটা আমাদের সঙ্গীতপিপাসুদের জন্য মনবেদনার। পাইরেসির কারণে আর কেউ আগের মতো অ্যালবাম বের করতে চায় না। প্রায় ৯ বছর পর অ্যালবামের জন্য উদ্যোগী হলাম, তাও গীতিকার ডা. শামসুজ্জ্মান তুষার ভাইয়ের অনুপ্রেরণায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আশা করি যদি শ্রোতারা আমার গানগুলো শোনেন, বাহবা না দিলেও একেবারে উড়িয়ে দিতে পারবেন না। কারণ লোক গান ও লোক সংস্কৃতি বাঙ্গালী জাতির রক্তের সাথে মিশে আছে। ডিজিজটাল মাধ্যমেও পাওয়া যাচ্ছে বিভিন্ন মিউজিক্যাল অ্যাপস-এ। নয়ন বলেন, আমি বাউল গান ও লোকজ গান চর্চা করি, তাই অনেকে আমাকে নয়ন বাউল বলে। যখন অষ্টম শ্রেণিতে পড়ি তখন থেকে গানের চর্চা করি। ঢাকা নজরুল একাডেমীর ক্লাসিক্যালের একজন ছাত্র ছিলাম। তবে ছোটবেলায় গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের লোকগান বিশেষ করে যাত্রা, জারি, সারি, পালা ও কবিগান শুনে শুনে বড় হয়েছি। তাই গানের সুর তুলতে গেলেই প্রায় লোকজ সুর হৃদয়ের মধ্যে ভর করে বলেই লোক ও বাউলগানের চর্চা করি। উল্লেখ্য, নয়নের প্রথম অ্যালবাম ‘চাঁদের বদন’ ১৯৯৬ সালে সঙ্গীতা থেকে প্রকাশিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন