বিনোদন ডেস্ক: অবশেষে খোঁজ মিলল চিত্রনায়িকা অপু বিশ্বাসের। তিনি এখন ঢাকায়। অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্র এ খবর নিশ্চিত করেছে। অপু বলেছেন, আমি ঢাকাতেই আছি। অনেকদিন পর ফিরেছি। বেশ কিছু কাজ গোছাতে হচ্ছে। আগামী মাসের প্রথম দিকেই একটা সংবাদ সম্মেলন করবো। তখন সবই জানাবে এতদিন কোথায় ছিলাম, কেন ছিলাম। তিনি বলেন, আমাকে নিয়ে এতদিন যারা নানা খবর ও কথা রটিয়েছেন তাদের দাঁতভাঙা জবাব দেব। মার্চ থেকে আবারো শুটিংয়ে ফিরবো। তিনি নির্মাতাদের উদ্দেশে বলেন, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি যারা আমার এই অন্তর্ধানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমি কখনোই নায়িকা হিসেবে অহংকার করে শিডিউল ফাঁসাইনি। বাধ্য হয়ে আমাকে এতদিন দেশের বাইরে থাকতে হয়েছিল। সব কিছু প্রকাশ হলে আশা করি অনেকেই তা বুঝতে পারবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন