শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ছোট পর্দায় ফিরছেন ত্রিধা চৌধুরী

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভিনেত্রী ত্রিধা চৌধুরী টেলিভিশনের পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। ত্রিধাকে সর্বশেষ ‘দাহলিজ’ কোর্টরুম ড্রামা সিরিজে দেখা গেছে। স্টার প্লাসের সিরিজটিতে তিনি কেন্দ্রীয় নারী চরিত্র স্বাধীনতা রামাকৃনের ভূমিকায় অভিনয় করেছিলেন। সিরিজটি সেভাবে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি তবে একজন আইনজীবীর ভূমিকায় ত্রিধার অভিনয় অনেকের ভাল লেগেছিল। এবার তার ভক্তরা তাকে একবারে নতুন এক সাজে দেখতে পাবে।
‘দাহলিজ’ সিরিজটির পর ত্রিধা ‘ক্ষত’ নামে একটি বাংলা চলচ্চিত্র ছাড়া আর তেমন কোনও কাজ করেননি। এই অবসরে তিনি বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন।
এবার তিনি বিক্রম ভাটের কাহিনীতে ‘স্পটলাইট’ নামে একটি সিরিয়ালে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। উত্তর ভারত থেকে আগত এক তরুণীর গল্প এটি যে বলিউডে পা রেখেছে প্রতিষ্ঠা পাবার জন্য। এই সিরিয়ালে তার সংগ্রাম আর প্রেম থাকবে।
সিরিয়ালটিতে আরও অভিনয় করবেন আরিফ জাকারিয়া, রাজেশ খেরা, সিড মাক্কার এবং ক্রুণাল পÐিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন