শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ছাত্রলীগ নেতাসহ আটক ১১

সিলেটে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা

| প্রকাশের সময় : ৩০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেট নগরীর ঝর্ণারপাড় এলাকায় ফেন্সিডিলসহ আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর ‘হামলা’র ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের পাঁচ নেতাসহ ১১ জনকে ফেন্সিডিলসহ আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেছেন।
আটককৃতরা হচ্ছেÑ ঝর্ণারপাড় এলাকার মৃত জুতিলাল দাসের ছেলে ইমন দাস (২৫), কালিবাড়ী এলাকার (মূল বাড়ি রংপুরের গঙ্গাচরা থানার সয়রাবাড়ি) আবদুল হাকিমের ছেলে মনিরুল ইসলাম (২৪), কালিবাড়ী এলাকার মৃত আবদুস সালামের ছেলে কামরুল ইসলাম (২৬), একই এলাকার সুফি মিয়ার ছেলে মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার (৩৩), সজিব আহমদ তালুকদার (২১) ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সৌরভ তালুকদার (১৯), চৌকিদেখি এলাকার সমশের মিয়ার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহেদ আহমদ (২৮), কালিবাড়ী ভাটপাড়া এলাকার মৃত কবির উদ্দিন খানের ছেলে জুবায়ের খান (৩০), চৌকিদেখি এলাকার ইয়াকুব আলীর ছেলে জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাসুদ আহমদ (২৩), মজুমদারী এলাকার আবদুল ওহাবের ছেলে জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক শামসুজ্জামান (২৬) ও কালিবাড়ী সবুজ বাগিচা এলাকার অনিল চন্দ্র পালের ছেলে সুমন পাল (৩২)। মামলায় এরা ছাড়াও আরো তিন-চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার এজাহারে এসআই হাবিবুর রহমান উল্লেখ করেছেন, রোববার রাত ৩টা ৪০ মিনিটে (শনিবার দিবাগত রাত) ঝর্ণারপাড় এলাকায় প্রবেশমুখে চেকপোস্টে ডিউটি করছিলেন কয়েকজন পুলিশ সদস্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন