বিনোদন ডেস্ক : আয়নাবাজির সাফল্যের পর নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। আগামী জুনের দিকে তিনি নতুন সিনেমা নির্মাণের কাজ শুরু করবেন বলে জানা যায়। তিনি জানান, আগামী জুন মাসেই নতুন সিনেমার ঘোষণা দেব। বর্তমানে কয়েকটি প-ুলিপির কাটাছেঁড়া করছি। এরমধ্য থেকেই গল্পের প্লট তৈরি করেছি। আশা করছি, নতুন কিছু হবে। নতুন সিনেমায় অনেক চমক থাকবে। উল্লেখ্য, অমিতাভ রেজার সিনেমা আয়নাবাজি গত বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পায়। সিনেমাটি দর্শকের মাঝে বেশ সাড়া ফেলে। এতে অভিনয় করেছিলেন চঞ্চল চৌধুরী ও নাবিলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন