স্টাফ রিপোর্টার : রাজধানীর বংশালে গতকাল বৃহস্পতিবার জুতা কারখানায় অগ্নিকাÐে রাসেল (৩০) নামে এক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও মেডিকেল সূত্র জানায়, গতকাল দুপুরে আগামাসি লেনের একটি জুতার দোকানে কাজ করছিলো কয়েকজন শ্রমিক। বেলা দেড়টার দিকে সিগারেটের আগুন গিয়ে পড়ে জুতা তৈরীর ক্যামিকেল সল্যুশনের ওপর। আর তখনই কারখানায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। কিন্ত বের হবার আগেই দগ্ধ হন রাসেল। তাকে দ্রæত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, আগুনে রাসেলের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা গুরুতর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন