বিনোদন ডেস্ক: র্যাম্প মডেল থেকে অভিনেতা হয়েছেন আরিফিন শুভ। তারপর চলচ্চিত্রে। এখানেই এখন থিতু হওয়ার চেষ্টা করছেন। তবে থিতু কি হতে পারছেন? এ প্রশ্নের জবাবে বলা যায়, পারেননি। এ পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত কোনো সিনেমাই ব্যবসার মুখ দেখেনি। ফলে শুভর কপালে জুটেছে ফ্লপ তারকার অপবাদ। সিনেমা সংশ্লিষ্টরা এর কারণ বলতে গিয়ে বলেছেন, আকর্ষণীয় ফিগার থাকা সত্তে¡ও শুভ নিজেকে নায়ক হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। তার সিদ্ধান্ত গ্রহণে ভুল ছিল। তার হওয়া উচিত ছিল ভিলেন। সিনেমা পাড়ায় যখন ঘোরাঘুরি শুরু করেন, তখন অনেকেই তাকে একজন শক্ত ভিলেন হিসেবে পর্দায় দেখতে চেয়েছিলেন। কিন্তু শুভ নায়ক হওয়ার জন্যই গোঁ ধরে বসে থাকেন। ফলে যা হবার তাই হয়েছে। নায়ক হয়ে চলচ্চিত্রে এসেছেন ঠিকই নায়ক হতে পারেননি। পারলে তার কোনো সিনেমাই ব্যবসা সফল হবে না কেন? তার মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য সিনেমাগুলোর দিকে যদি তাকানো যায়, তবে দেখা যাবে তার সবগুলোতেই নায়ক হিসেবে শুভ ব্যর্থ হয়েছেন। যেমন তার মুক্তিপ্রাপ্ত ওয়ার্নিং, অগ্নি, মুসাফির, ছুঁয়ে দিলে মন, অস্তিত্ব, নিয়তি কোনোটাতেই শুভ যেমন সফল হতে পারেননি, তেমনি সিনেমাগুলোও ব্যবসা সফল হয়নি। অগ্নি সিনেমাটি কিছুটা ব্যবসা করলেও লেডি অ্যাকশন সিনেমা হওয়ায় তার ক্রেডিট গেছে নায়িকা মাহিয়া মাহির ঝুলিতে। বোঝা যাচ্ছে, নায়ক হওয়ার যে খায়েশ নিয়ে শুভ এসেছিলেন, তা অধরাই থেকে গেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, নায়ক হিসেবে সাফল্য না পেলেও শুভ নিজেকে সুপারস্টার মনে করেন। তার আচরণগত সমস্যা রয়েছে। ধরাকে সরা জ্ঞান করার প্রবণতা তার মধ্যে রয়েছে। পাশাপাশি তার অভিনয় দুর্বলতা, অপরিপক্ব নাচ, বিরক্তিকর এক্সপ্রেশন দর্শক প্রত্যাখ্যান করে চলেছে। এটা সে বোঝে না, সিনেমায় প্রবাদ রয়েছে, দুধ দেয়া গরুর লাথি খেতে নির্মাতাদের অনেকেই রাজি। তবে যে গরু দুধ দেয় না, কেবল লাথি মারার প্রবণতা দেখায়, তার প্রতি নির্মাতারা ঝুঁকবেন কেন? শুভর এ ধরনের আচরণের কারণে প্রযোজক-পরিচালকদের কাছে তার গ্রহণযোগ্যতা কমছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, শুভ যত তাড়াতাড়ি নিজেকে শোধরাতে পারবেন, ততই মঙ্গল। তা নাহলে সিনেমা করবেন ঠিকই তা সাফল্যের মুখ দেখবে না। বনসাই বৃক্ষের মতোই হয়ে থাকতে হবে। এদিকে শিঘ্রই জাকির হোসেন রাজ পরিচালিত প্রেমি ও প্রেমি নামে শুভর একটি নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমাটি নিয়ে স্বাভাবিকভাবেই প্রত্যাশা থাকবে শুভর। তবে প্রত্যাশা থাকলেই তো হবে না, তার গ্রহণযোগ্যতাও তো থাকতে হবে। আবার শোনা যাচ্ছে সিনেমাটি লিপ ইয়ার নামে একটি হিন্দি সিনেমার নকল। তাহলে কীভাবে হবে! নকল সিনেমা দিয়ে কি একজন অগ্রহণযোগ্য নায়কের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব? এ প্রশ্নও উঠেছে, তাহলে কি ফ্লপ হয়েই থাকবেন শুভ?
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন