বিনোদন ডেস্ক: একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন আনুশেহ। ভালোবাসা দিবসে প্রকাশ হবে এটি। শিরোনাম আমি নামবো জলে। এই গানের মধ্য দিয়ে প্রায় ৬ বছর পরে কোনো অ্যালবামের জন্য গান করলেন আনুশেহ। অ্যালবামটির পরিকল্পক সংগীতশিল্পী নির্ঝর চৌধুরী। নির্ঝর জানান, আনুশেহ আমার খুব ভালো বন্ধু। এজন্য তাকে দিয়ে গানটি করাতে পেরেছি। গানটি তার ভাল লেগেছে বলেই করেছে। অনেকদিন পর ও গান করলো। তাই ওর গানটিকেই অ্যালবামের টাইটেল করেছি। পিয়ারি চানের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন রোকন ইমন। তিন গানের এই অ্যালবামে গান গেয়েছেন আনুশেহ, নির্ঝর ও পিন্টু ঘোষ। ঈগল মিউজিক থেকে ভালবাসা দিবসে অনলাইনে মুক্তি পাবে নামবো জলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন