মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিঃ (এমটিবি) শনিবার ব্রাক-সিডিএম, সাভারে মুদ্রা পাচার এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের উপর ব্রাঞ্চ এন্টি-মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স (বামেলকো) সম্মেলন-২০১৭ আয়োজন করে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজ্যান্স ইউনিট (বিএফআইইউ)-এর জেনারেল ম্যানেজার, দেবপ্রসাদ দেবনাথ, প্রধান অতিথি হিসেবে উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন। এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার, মোঃ হাসেম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সৈয়দ রফিকুল হক এবং গৌতম প্রসাদ দাস, চিফ এন্টি-মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার, স্বপন কুমার বিশ্বাস, এমটিবির ১১১টি শাখার বামেলকোবৃন্দ, এমটিবি সিকিউরিটিজ এবং এমটিবি ক্যাপিটালের কর্মকর্তাবৃন্দ এবং এমটিবির বিভিন্ন ডিভিশন/ডিপার্টমেন্টের হেডসহ এমটিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন