শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

বাংলাদেশ থেকে ডিম-মুরগি নেবে না সউদী আরব

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বার্ড ফ্লুর সংক্রমণের কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে ডিম, মুরগি ও এ ধরনের পাখি আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে সউদী আরব। গত বুধবার দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এক আদেশে আমদানি স্থগিত করে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সউদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সউদী প্রেস এজেন্সি (এসপিএ) গত বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে বার্ড ফ্লুর সংক্রমণের বিষয়ে তথ্য প্রকাশ করেছে বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (ওআইই)। আর ওই প্রতিবেদনের পরই সউদী নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতে ঢাকার ধামরাইয়ে একটি মুরগি খামারে উচ্চসংক্রামক ‘এইচফাইভএন১’ বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে জানায় বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (ওআইই)। ওই খামারে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণের ফলে সাত শতাধিক ‘সোনালি’ প্রজাতির মুরগি মারা গেছে বলে জানা গেছে।
ওআইই’র প্রতিবেদনে বলা হয়, বার্ড ফ্লু ভাইরাস সংক্রমিত ওই খামারটিতে তিন হাজার মুরগি আক্রান্ত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন