বিনোদন ডেস্ক: মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ডুব-এর অনাপত্তিপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে। গত ১২ ফেব্রুয়ারি সিনেমাটির প্রদর্শনী সাপেক্ষে প্রিভিউ কমিটি থেকে অনাপত্তিপত্র পায় ১৫ তারিখ। পরদিনই তথ্য মন্ত্রণালয়ের আদেশক্রমে অনাপত্তি বাতিল করেছে বিএফডিসি। বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানিয়েছেন বিষয়টি সেন্সর বোর্ডের এখতিয়ারে। এফডিসির কিছু বলার নেই। উল্লেখ্য, ২০১৬ সালের ৮ মার্চ বিএফডিসির যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির কাছ থেকে ডুব-এর চিত্রনাট্য অনুমোদন পায়। সিনেমাটি হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে করা হয়েছে জানিয়ে সম্প্রতি সেন্সর বোর্ডে চিঠি দেন হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। তবে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, আমরা কোনো বায়োপিক বানাচ্ছি না। এসিনেমার প্রতিটি চরিত্র কাল্পনিক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন