সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল বন্দর দিয়ে গতকাল শনিবার সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। কাস্টমস কম্পিউটারাইজড সিস্টেমে অ্যাসাইকোডা ওয়ার্ল্ড’র অনলাইন সফটওয়ার আপগ্রেশনের কারণে দু- দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রযেছে।
ফলে দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝাই ট্রাক। আটকে থাকা অধিকাংশ পণ্য বোঝাই ট্রাকে রয়েছে পচনশীল পণ্যসহ বিভিন্ন শিল্প কল কারখানার কাঁচামাল। এ সমস্যার কারণে সকাল থেকে বেনাপোল কাস্টম হাউজে কোনো বিল অব এন্ট্রি দাখিল হয়নি। বন্দর থেকে কোনো মালামাল লোড-আনলোডও হয়নি। আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীরা যাতায়াত করছে স্বাভাবিক নিয়মে।
বেনাপোল কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, অ্যাসাইকোডা ওয়ার্ল্ড সফটওয়ার আপগ্রেশনের কাজ চলছে, যার কারণে সকাল থেকে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। সফট ওয়ারের কাজ চলছে দ্রত, যত শিঘ্রই সম্ভব এটি সচল হবে। এটি সচল হলে পুনরায় দু-দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন