সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শহীদরা রক্ত দিয়েছিল বলেই আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি -ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা : ২১ ফেব্রুয়ারি ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদগঞ্জ পৌরসভা, ফরিদগঞ্জ প্রেসক্লাব, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ , বিএনপি, বাসদ, জাতীয় পার্টি, সাংবাদিক ক্লাব, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, পৌর আওয়ামী লীগ , উপজেলা যুবলীগ পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। মঙ্গলবার সকালে প্রভাত ফেরীতে উপজেলা সদরের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ সহস্রাধিক শির্ক্ষাথী অংশ নেয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তিনি বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষা রক্ষায় বীর বাঙালীরা অকাতরে রক্ত ঝরিয়েছিল বলেই আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য কোন দেশ বা জাতি এভাবে রক্ত ঝরায় নি।
তিনি বলেন, আমরা ভাষা ও স্বাধীনতার জন্য এত মূল্য দিয়েও আমরা আজও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি শুধু মাত্র সুশাসন ও নেতৃত্বের অভাবে। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত ৮ বছরে দেশকে উন্নয়নের মহাসড়কের দিকে নিয়ে গেছে। ইউএনও ড. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, এসিল্যান্ড মোমেনা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, পৌর মেয়র মাহফুজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, রিনা নাসরিন প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন