শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

মহানগরীর বস্তি উন্নয়নে চুক্তি

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে সম্প্রতি নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডসিটি কম্যুনি ও রাজশাহী সিটি করপোরেশন এবং রাজশাহী ওয়াসার মধ্যে (গড়ট) ওয়াসার হলরুমে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মহানগরীর বস্তি এলাকার জীবনমান উন্নয়নে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ডসিটি ‘ফ্রেস ওয়াটার প্রজেক্ট’ শীর্ষক পাইলট এ প্রকল্প বাস্তবায়নের লক্ষে ৪০ লাখ টাকার এ অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। নরওয়ে ক্রিস্টিয়ান স্যান্ড সিটির পক্ষে রাজশাহী-খ্রিস্টিয়ান ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ডা: প্যাট্রিক বিপুল বিশ্বাস, রাসিকের পক্ষে দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম ও রাজশাহী ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. আজাহার আলী চুক্তি স্বাক্ষর করেন। এ সময় নরওয়ের খ্রিস্টিয়ান স্যান্ডসিটি ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি মি: ডেগ ভেজ সদস্য মি: লেডার বোসন, টপ ক্রিস্টিয়ান অয়েল হ্যাগল্যান্ড, আমলে গুনিফসেন। রাসিকের প্যানেল মেয়র-২ এ কে এম রাশেদুল হাসান টুলু, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন