বিনোদন ডেস্ক: এনটিভিতে আজ দুপুর ২.৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘জেসমিন ও তার এক গুচছ ফুল’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- অপি করিম, ইন্তেখাব দিনার, অহনা, সাবিহা জাহান, হারুন, রিপন প্রমুখ। ‘ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে মিসিসিপি। মিসিসিপি জনপ্রিয় নায়িকা। একা একটা এপার্টম্যান্টে থাকে, প্রায় সময় এমন ঘোলাটে স্বপ্ন দেখে। একটা সময় সে খেয়াল করে সে যেখানেই যায়, সেখানে একটা বাচ্চা মেয়ে তাকে অনুসরণ করে। সে অসম্ভব ভয় পায়। অথচ অন্য কেউ দেখে না। মিসিসিপির কবি বন্ধু সূর্যকে সব খুলে বললে সেও অবাক হয়। মিসিসিপির পাশে দাঁড়ায়, সাইক্রিয়াটিস্ট দেখানো হয়। কিন্তু কোন কিছুতেই লাভ হয় না। দিন দিন বাচ্চাটাকে সে আরো বেশি দেখতে থাকে, পাগল প্রায়। একদিন হঠাৎ মিসিসিপি সেই বাচ্চাটার মুখোমুখি হয়।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন