বিনোদন ডেস্ক: ৫ মার্চ রোববার, বিকাল ৪-৩০টায় চ্যানেল আই কার্যালয়ে ইমপ্রেস অডিও ভিশন লিমিটেড এর ব্যানারে বাংলাদেশ সরকারের কারা বিভাগে কর্মরত জেলার বিকাশ রায়হানের গাওয়া রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম ‘সন্ধ্যার মেঘমালা’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং রবীন্দ্র সংগীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন