শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘ভাবি জি ঘর পার হ্যায়’ নিয়ে গাইলেন রাফতার আর আনমোল মালিক

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ব্যাপারটি সিরিজের ভক্তদের জন্য একটি চমক বটে। তবে তা সত্য, অ্যান্ডটিভির জনপ্রিয় সিটকম ‘ভাবি জি ঘর পার হ্যায়’-এর অন্যতম প্রধান চরিত্র আঙ্গুরি ভাবির কথায় ‘সহি পাকড়ে হ্যায়’ (ঠিক ধরেছেন)। রাফতার এবং আনমোল মালিক দর্শকপ্রিয় সিরিজটি নিয়ে একটি গান রেকর্ড করিয়েছেন। আর তার সঙ্গে সিরিজের সব শিল্পীদের নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।
এই দুই গায়কের মধ্যে মজার এই গানটির দ্রুতলয়ের র্যাপ অংশ গেয়েছেন রাফতার আর আনমোল গানের মূল অংশগুলোতে আর কোরাসে কণ্ঠ দিয়েছেন। সিরিজের মেজাজ আর গতির সঙ্গে তাল রেখে গানটি লেখা আর সুর দেয়া হয়েছে। সিরিয়ালের বিখ্যাত সংলাপসমূহ আর চরিত্রগুলোর বিভিন্ন দোষগুণও আছে এতে। এই প্রথম রাফতার আর আনমোল একটি টিভি সিরিজকে ভিত্তি করে গাইলেন।
তারা নিশ্চিত করেছিলেন গানটি সবার ভাল লাগবে। সবার না হোক সিরিজের দর্শকরা যে গানটি আর এর ভিডিও উপভোগ করেছে তা বলার অপেক্ষা রাখে না।
রাফতার বলেন, “এটি নতুন একটি অভিজ্ঞতা। আমি খুব উপভোগ করেছি। আমি ভ্রমণে থাকলেও নিয়মিত ইন্টারনেটে এই সিরিজটি দেখে থাকি, এর চরিত্রগুলোও আমার খুব প্রিয়।”

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন