রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেনে উত্থান

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক ও লেনদেন উভয়ই বেড়ে শেষ হয়েছে গতকালের কার্যক্রম। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট এবং সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ০২ পয়েন্ট বেড়েছে। উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৯০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৫ কোটি ৭৯ লাখ।
ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে এক হাজার ১২৭ কোটি ৫৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৯৬১ কোটি ৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৬৬ কোটি ৪৮ লাখ টাকা।
ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬২২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩০৭ পয়েন্টে এবং ১৪ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ২ হাজার ৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১১৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ারদর।
টাকার অঙ্কে গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লংকা-বাংলা ফাইন্যান্স, জিপিএইচ ইস্পাত, ইসলামী ব্যাংক, পেনিনসুলা হোটেল, বারাকা পাওয়ার, ব্র্যাক ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, সেন্ট্রাল ফার্মা, আরএসআরএম স্টিল এবং বেক্সিমকো লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো পেনিনসুলা চিটাগং, ইন্টারন্যাশনাল লিজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, নর্দান জুট, সিমটেক্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, আইপিডিসি, এটলাস বাংলাদেশ ও এনসিসি ব্যাংক।
দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো কেয়া কসমেটিক্স, বিসিএস, এনসিসিবি মিউচ্যুয়াল ফান্ড-১, রিপাবলিক ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, শ্যামপু সুগার, প্যাসিফিক ডেনিমস, ভ্যানগার্ডএএমএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি ইসলামী ব্যাংক ও বারাকা পাওয়ার।
অন্যদিকে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৬২ কোটি ৯৫ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫৪ কোটি ৭১ লাখ টাকা টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন বেড়েছে ৮ কোটি ২৪ লাখ টাকার বেশি।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬২ দশমিক ০২ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৫৬ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৯৯ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ৪০৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৭৭ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১২২ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ৯৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ বেক্সফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, ইসলামী ব্যাংক, জিপিএইচ ইস্পাত, আইপিডিসি, বেক্সিমকো লিমিটেড, পেনিনসুলা হোটেল, ফার কেমিক্যাল এবং পিডিএল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন