কর্পোরেট রিপোর্টার : বিদেশি বিনিয়োগ বেড়েছে পুঁজিবাজারে। জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীর শেয়ার লেনদেন কমলেও বিনিয়োগ ভালো ছিল। ফেব্রুয়ারি মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বেড়েছে। এ মাসে বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চেয়ে শেয়ার কিনেছেন বেশি। যদিও ফেব্রুয়ারি মাসে শেয়ার কেনার চেয়েও বিক্রি কম ছিল। জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে বিদেশি শেয়ার লেনদেন কমেছে ৪০৩ কোটি ৩৪ লাখ টাকা। তবে ফেব্রুয়ারিতে নিট বিনিয়োগ বেড়েছে ৫২ কোটি ৩২ লাখ ২৬ হাজার ২৫৪ টাকা। গত জানুয়ারিতে বিদেশি বিনিয়োগকারীর শেয়ার লেনদেন হয়েছে এক হাজার ৩৬ কোটি ৩৭ লাখ ২৫ হাজার ১১২ টাকার। যার মধ্যে শেয়ার কিনেছেন ৬১১ কোটি ২৫ লাখ ২৭ হাজার ১৭২ টাকার আর শেয়ার বিক্রি করেছেন ৪২৫ কোটি ১১ লাখ ৯৭ হাজার ৯৪০ টাকার। আর মাস শেষে বিদেশিদের নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮৬ কোটি ১৩ লাখ ২৯ হাজার ২৩৩ টাকা। ফেব্রুয়ারিতে বিদেশিদের শেয়ার লেনদেন হয়েছে ৬৩২ কোটি ৮৮ লাখ ৭৩ হাজার ৫১ টাকা। যার মধ্যে ৪৩৫ কোটি ৬৭ লাখ ১৪ হাজার ৩৯৬ টাকার শেয়ার কিনেছেন আর ১৯৭ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৮২ টাকার শেয়ার বিক্রি করেছেন। আর ফেব্রুয়ারিতে নিট বিনিয়োগ দাঁড়িয়েছে ২৩৮ কোটি ৪৫ লাখ ৫৫ হাজার ৪৮৭ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন