বিনোদন ডেস্ক : গত বছর বিয়ে করার কথা ছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী কণার। তবে পেশাগত ব্যস্ততার কারণে বিয়ের সময় করে উঠতে পারেননি। এ বছর বিয়ে করতে পারেন বলে জানিয়েছেন। তিনি বলেন, বিয়ের বিষয়টি আল্লাহর হাতে। বিয়ে আমার কাছে পবিত্র বিষয়। এ নিয়ে তাড়াহুড়ো করতে চাই না। সময় নিতে চাই। এ বছর হয়তো বিয়ে করে ফেলতে পারি। এমন ইচ্ছা রয়েছে। এদিকে কণা চলচ্চিত্র, অ্যালবাম ও স্টেজসহ প্রতিটি ক্ষেত্রে সমান ব্যস্ত সময় পার করছেন। গত বছর তার গাওয়া রেশমি চুড়ি এবং বসগিরি সিনেমার দিল দিল দিল গান দুটি শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নতুন বছরের শুরু থেকেই অ্যালবাম ও প্লেব্যাকে কণ্ঠ দিচ্ছেন তিনি। কণা চান ভালো গানের মাধ্যমে শ্রোতাদের মনজয় করতে। যুগ যুগ ধরে তার গান শ্রোতারা শুনবেন এমন কাজই করতে চান এই সঙ্গীতশিল্পী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন