বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

নতুন অ্যালবাম নিয়ে ব্যস্ত লোপা হোসেইন

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: কন্ঠশিল্পী এবং এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার লোপা হোসেইন গান এবং সংবাদ পাঠ নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি নিজের পড়াশোনা এবং তার প্রতিষ্ঠান ‘স্পট লাইট মিডিয়া হাউজ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এপ্রিল মাস থেকে তার এই প্রতিষ্ঠান যাত্রা শুরু করছে। আগ্রহী শিক্ষার্থীদের সংবাদ পাঠ, উপস্থাপনা, আরজে, রিপোর্টিং, ভিডিও মনিটরিং এবং ফটোগ্রাফি বিষয়ে এ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেয়া হবে। এতে লোপা হোসেইনের পাশাপাশি স্বনামধন্য ব্যক্তিত্বরা প্রশিক্ষণ দেবেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘টেলিভিশন, ফিল্ম অ্যাÐ ফটোগ্রাফি’ ডিপার্টম্যান্ট থেকে দ্বিতীয়বারের মতো মাস্টার্স করছেন লোপা। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স এবং ইউডা থেকে মিউজিকে মাস্টার্স সম্পন্ন করেন। নিজেকে একজন সঙ্গীতশিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। এখন তার তৃতীয় একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আসছে রোজার ঈদে অ্যালবামটি প্রকাশ করবেন। নতুন অ্যালবামের নাম দিয়েছেন ‘আত্মাসঙ্গী’। এতে আটটি গান থাকবে। সবগুলো গানের কথা লিখেছেন এবং সুর করেছেন তার স্বামী সীরাজুম মুনির। এছাড়া আসছে বৈশাখে সীরাজুম মুনিরের লেখা এবং সুর করা একটি নতুন গান ভিডিও আকারে প্রকাশ করবেন। লোপা বলেন, ‘সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে। চ্যানেলে যেমন সময় দিতে হচ্ছে, তেমনি গানেও সময় দিতে হচ্ছে। পাশাপাশি নিজের স্বপ্নের প্রতিষ্ঠানটির জন্যও বেশ ব্যস্ততা যাচ্ছে। তবে সবকিছুর পরও মাস্টার্সটা শেষ করতে চাই। সবসময়ই আমাকে পাশে থেকে সহযোগিতা করছে আমার স্বামী সীরাজুম মুনির। তার সহযোগিতা ছাড়া বর্তমান আর ভবিষ্যৎটা পাড়ি দেয়া আমার জন্য কঠিন।’ সীরাজুম মুনির বলেন, ‘লোপার জন্য বেশকিছু গান লিখেছি, সুর করেছি। প্রতিটি গানের কথায় এবং সুরে শ্রোতারা নতুনত্ব খুঁজে পাবেন। লোপার কন্ঠে গানগুলো নতুন এক রূপ নিবে এটাই আমার বিশ্বাস।’ উল্লেখ্য, লোপার একক দুটি অ্যালবাম হচ্ছে ‘আঁড়ি’ ও ‘আশার ভেলা’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন