বিনোদন ডেস্ক : গত ৮মার্চ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। তার অসুস্থতায় ফেঁসে যান কয়েকজন নাট্যপরিচালক এবং সিডিউল নিয়ে সমস্যায় পড়েন বেশ কয়েকজন শিল্পী। এ জন্য ক্ষমা চেয়েছেন উর্মিলা। তিনি বলেন, ‘আমার কারণে যেসব পরিচালকের কাজ ফেঁসে গেছে এবং শিল্পীদের সিডিউলের সমস্যার সৃষ্টি হয়েছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। আমার কোন উপায় ছিলো না। আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে হাসপাতালে ভর্তি হওয়া ছাড়া বিকল্প ছিল না। আমি অতীতে কখনো কাউকেই ফাঁসাইনি। জীবনে প্রথম এমন হলো আমার ক্ষেত্রে। তাই আমার কারণে যাদের সমস্যা হয়েছে তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’ উর্মিলার হঠাৎ অসুস্থতায় ফেঁসে যান পরিচালক জাহিদ হাসান, বি ইউ শুভ এবং এজাজ মুন্না। জাহিদ হাসান বলেন, ‘আমরা সবাই একই পরিবারের। আমার পরিবারের যে কেউ হঠাৎ অসুস্থ হয়ে যেতেই পারেন। এটাকে আমি ফেঁসে যাওয়া বলবো না। এমন ঘটনাতো আমার ক্ষেত্রেও হতে পারতো। তাছাড়া উর্মিলাকে আমি খুব ভালো করেই চিনি-জানি। সে খুব ভাল মেয়ে। তাই তার অসুস্থতাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। আল্লাহর কাছে দোয়া করছি যেন সে দ্রæত সুস্থ হয়ে উঠে।’ রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিউরো সার্জারি স্পেশালিস্ট ডা. ব্রিগেডিয়ার শফিকুল রেহমানের তত্ত্ববধানে চিকিৎসাধীন আছেন উর্মিলা। জানা যায়, তার ঘাড়ের পিছনের একটি নার্ভ অপেক্ষাকৃত সরু হয়ে গেছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন। উর্মিলা জানান, তার পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য চেন্নাইয়ে নিয়ে যাবার চেষ্টা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন