গুজরাটি চলচ্চিত্র ‘পুলাম পোল’-এর সহশিল্পী জিম্মিত ত্রিবেদীকে জড়িয়ে অভিনেত্রী ঝিনাল বেলানিকে নিয়ে সম্প্রতি গুজব রটেছে। সপ্তাহ খানেক আগে তার সোশাল মিডিয়াতে অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করার পর থেকেই এই রটনার সূচনা। অভিনেত্রীটি অবশ্য বলেছেন জিম্মিত তার বন্ধু ছাড়া আর কিছু নয় এবং তিনি এখনও একা আছেন।
ঝিনাল বর্তমানে লাইফ ওকে চ্যানেলের ‘হর মর্দ কা দর্দ’ সিরিয়ালে কেন্দ্রীয় নারী চরিত্র সোনু তান্না খান্নার ভূমিকায় অভিনয় করছেন। ইনস্টাগ্রামে জিম্মিতের ছবি শেয়ার করার পর তার ভক্তদের প্রতিক্রিয়া দেখে তিনি হতবাক হয়ে পড়েন।
তিনি বলেন, “ব্যাপারটা হাস্যকর! সবাই আমাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে। আমি ভুল বোঝাবুঝি এড়াবার জন্য পোস্টটি মুছে দিয়েছি।”
“তবে জিম্মিতের সঙ্গে আমার কাজ প্রশংসিত হয়েছে বলে আমি আনন্দিত। সে আমরা ভাল বন্ধুদের একজন। আমি এখন প্রেম করছি না। ক্যারিয়ারেই আমার মনোযোগ,” ঝিনাল বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন